সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুক ‘নতুন কিছু’ নিয়ে আসছে ব্যবহারকারীদের জন্য। তবে, এই নতুন কিছু কি হতে পারে, সে সম্পর্কে ধারণা করতে পারছে না কেউই। সম্প্রতি সংবাদমাধ্যম এবিসিনিউজ
এক প্রতিবেদনে জানিয়েছে, ২০
জুন ফেইসবুক
এক অনুষ্ঠানে এ রহস্যের খোলাসা করবে।
অনুষ্ঠানের দাওয়াতেপত্রেও রয়েছে রহস্য। অতিথিদের
কোনো ডিজিটাল মাধ্যমে দাওয়াত পাঠায়নি ফেইসবুক। সাদা একটি স্ট্যাম্পবিহীন খামে
করে দাওয়াতপত্র অতিথিদের দেয়া হয়েছে। তাতে লেখা, “একটি
ছোট দল বিশাল এক আইডিয়া নিয়ে কাজ করছে। ধারণাটি সম্পর্কে জানতে আমাদের কফির আসরে যোগদান
করুন।”
ফেইসবুক গত কয়েক মাস ধরেই একটির পর একটি
ফিচার আনছে ব্যবহারকারীদের জন্য। সম্প্রতি এসেছে ফেইসবুক হোম সফটওয়্যার ও হ্যাশট্যাগ
ফিচার। এখন ২০ জুন প্রতিষ্ঠানটির রহস্যময় অনুষ্ঠানেই জানা যাবে নতুন কি
চমক অপেক্ষা করছে ফেইসবুক ব্যবহারকারীদের জন্য।
Source: bdnews24.com
No comments:
Post a Comment